আমি নেই তো তোর পাশে,
আছি অনেক দূর ,
তবু সে নয়তো অচিনপুর !
কিন্তু ইচ্ছা হলেই ,
যায় না তোকে ছোঁয়া ,
একটু স্নেহের পরশ পাওয়া ।
চারপাশে কতই না মোহের ফাঁদ,
সুখ ? সে তো অমাবস্যার চাঁদ!!
মুখ আর মুখোশ ;
মিলে মিশে একাকার,
ঘুনপোকা নিঃশব্দে খোকলা করে স্বপ্নের ঘর,
ডাকবাক্স উপচে পড়ে ,
মন খারাপের মুখ বন্ধ খামে,
জীবন কাটে মিটিং- মিছিল- হরতাল আর জ্যামে,
সময়ের ক্যানভাসে আঁকা হয় নানা ছবি,
জীবন আদায় করতে থাকে তার দাবি,
সবুজ প্রাণের অবুঝ চাওয়া,
চায় সব হারিয়ে একটু পাওয়া,
যেন
বলে
যায়
বারবার
পাশে নেই তবু সাথে আছি,
মনের ভেতর ,
অনেক কাছাকাছি।।।