আজ একটা বাড়ির কথা খুব মনে পড়ছে–
আস্ত বাড়িটা ছিলো একটা পরিষ্কার স্বচ্ছ মন!
তার অলিন্দে ছিল হাসিখুশি রাজকন্যার রাজত্ব ,
পড়াশোনা করে সে অলিন্দ থেকে অক্সিজেন নিত,
পুরোনো বাড়ি, বাড়ির সামনের কদম্ব বৃক্ষ সব আছে…..
রাজকন্যার শিকরটা আর নেই !
ভালোবাসার মানুষগুলো স্মৃতি হয়ে গেছে,
মাঝেমধ্যে চোখদুটো পবিত্র লবন জলে ধৌত করে ,
বর্তমানের সঙ্গে অতীত ও লুকোচুরি খেলে!
একাকিত্বে মনে করিয়ে দেয় অতীত খুনসুটির কথা,
আবার আপন মনে কখনো সে হাসতে থাকে
তার নাকি পৃথিবীতে আসার এত তাড়া ছিল
জন্মদাত্রীকে হাসপাতালে যেতে হয় নি
হাসপাতালের গোটা দল নাকি বাড়িতে চলে এসেছিল!
ওই বিচ্ছুর কত নাম যে ছিল চটপটি, কটকটি….
তারপর কনকাঞ্জলি দিয়ে নুতন বাড়িতে খোলস পাল্টিয়ে আসা –
অবগুন্ঠনে ঢাকা ধীর স্হির এক নারীতে তারপর মা রূপে …..
বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে মা ঠিক তার জনক,জননীর মতো দায়িত্ব পালন করে অনেকটা নিশ্চিন্ত !
গবাক্ষ ধরে শুধু সময়ের অপেক্ষা…
মায়ের কলম ঘোড়া টগবগ করে অতীত -বর্তমান স্মৃতি বোঝাই করে
এনে বলে লিখে যাও…….
একাকিত্বের মলম পাবে!!!!!