শুধু কবিতায় নয়
কবির শরীরী ভাষাতেও কবিতার ভাষা থাকতে হয়
শুধু বক্তৃতায় নয়
মানবতায়ও কবিতার প্রকাশ রাখতে হয়
শুধু সৌখিনতায় নয়
দুঃখ; কষ্ট; বেদনাতেও ভালবাসার প্রকাশ রাখতে হয়
শুধু দূরবর্তী কোনো আকাশ ছুঁয়ে দেখাতেই নয়
প্রকাশ্য বাতাসের মাঝে স্পর্শের অনুভূতির প্রকাশ পেতে হয়
শুধুই আমাদের এই; প্রেম; বিরহ; ভালবাসাতেই নয়
মনোমালিন্য ;বিচ্ছেদ; বিভাজনের মত
কঠিন সময়েও কবিতাকে সাথে নিতে হয়
কবিতা…
তোমায় নিয়ে জীবনের সব সাধনার পরিসীমা
কবিতা…
তোমার কথার ভাঁজে ভাঁজে অপেক্ষায় থাকে আমার নীরবতা
জীবন মৃত্যুর প্রথম এবং শেষ মুহূর্তেও খুঁজে পাই তোমার সার্থকতা
কবিতা…
জীবনে তুমি এসেছিলে বলেই আছি বেঁচে এতদিন
আমি মেনে নিয়েছি…
আমি…. আমি পূর্ণ সমর্থনে মেনে নিয়েছি তা
আমি মেনে নিয়েছি সকল মান সম্মান
আমি দিয়েছি বিদায় সকল পরিত্রাণ ;সকল অভিমান
মানতে মানতে আমি মেনে নিয়েছি গভীরের শত কবিতা
একদিন দিনের শেষে প্রকাশ পাবে অবশেষে
জীবন জুড়ে শুধুই ছিল কবিতা… কবিতা….কবিতা….