অনেকটা রাতজাগা ক্লান্ত দুচোখে
এখন আর ঘুম আসে না-
সবুজের উত্তাপ সয়ে মনকে নিয়েছি সেঁকে
ভালোলাগা গুলো রাখা আছে চিলেকোঠা ঘরে
আজ অনেকদিন পর কুলুঙ্গি হাতড়ে দেখি
ধুলো জমা কৈশোর স্মৃতির ভাঁজে চাপা পড়ে !
এখন গভীর রাত…
কালপুরুষের লেজে ধ্রুবতারার আলো ছোটে,
অ্যাণ্ড্রোমিডা গ্যালাক্সির মত ক্রমশ দূরে সরে যায়
আমার কৈশোর আর যৌবনের ভালোলাগা গুলো।
তুমি কি এখনও গান গাও?
বসন্তের বনে বনে মৌটুসী পাখিদের মত !
দখিনা পবনের মত এখনও মাতাল তুমি
শাল পিয়ালের বনে প্রেমের তুফান তুলে ওড়না ওড়াও ?
আমি বেশ চেয়ে দেখি হেমন্তের পাতা ঝরা দিন
উল্কার মত শুধু ঝরে ঝরে পড়ে
একটি একটি করে জীবনের বিবর্ণ পাতা !
তাই আজ ঘুম আসে না
ক্লান্ত দুচোখ বেয়ে প্রত্যাশার স্বপ্ন ঝরে যায়…