লিখতে কত কিছুই না ইচ্ছা করে
সত্যি পারি কি তা লিখতে?
যদি লিখেও ফেলি দুচার লাইন
নিজের মনের অজান্তে-
রাষ্ট্র নামক যন্ত্রটি নেমে আসবে
সবার মাথার ওপর।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনবে সবার নামে
বিচারের নামে চলবে প্রহসন,
পুলিশ আদালতের চাপাচাপিতে
বদলাতে হবে এই কলম ।
এই দেশেতে সরকার নামক একটি বস্তু আছে !
দেখা যায় না, ছোঁয়াও যায়না
তোমার স্ত্রীকে পড়িয়ে যাবে সাদা থান ,
সন্তানকে করবে পিতৃহীন –
এমনই সে রাষ্ট্রযন্ত্র !
করলে বেচাল, সরকারমশাই চালাবে প্রশাসন
খেরোর খাতায় চলে যাবে সবার এই জীবন
একদিন হয়তো তোমার নামে !
মোমবাতি মিছিল হবে শহরের রাজপথে ,
তারপরে সবাই যাবে আপন ঘরের কোনেতে।
লাভ ক্ষতি হিসেব কষে নেবে সে এক নিমেষে ,
তোমার আমার মূল্য শুধু, একটি ভোটে
কে এলো আর কে গেল, বদলায় না জীবনের দাম।