জীবনের জিনযানে ম্যারাথন মশালের মুঠি ধরে আছি
চেতনার ধ্রুবচোখে ফুটে আছে বসন্তের বিশুদ্ধ বনানী
সামরিক শাসনের হিরণ্য গর্জন
বারবার ভেসে যায় প্রহ্লাদ জলে
গণতন্ত্রের স্বৈরতান্ত্রিক গিলোটিন গিলে
আহত সভ্যতার মূলে
সত্য বিরুদ্ধ স্বর জোটবদ্ধ হয়
শোকের মিছিলে হাঁটে সারি সারি মেঘের মুকুল
সূর্যের বীজে আছে প্রত্যয়ের ক্লোরোফিল খনি
ফ্যাসিবাদী তর্জনী ফুঁড়ে লাল হলুদ ব্যারিকেড ভেঙে
এক হেমন্ত হেমলক সবুজের বৃষ্টি নামাবে
যাবতীয় নামতার কূট কোলাহল
পুড়ে পুড়ে ঝামা হবে সময়ের সভ্য ভাটায়
আপাতত কবিতায় সেইসব স্বপ্নের জন্ম প্রতীক্ষায়