জীবনের জিনজট কাটাতে কাটাতে
শরশূন্য গুণ হয়ে গেছি ,
জটায়ু পাখার প্রশ্বাস হতেও পারছি না ।
পরাজয় ও জয়ের মাঝখানে
মাঝারি মশারির গা বেয়ে উঠছি আর নামছি ।
ইচ্ছের রণপা , সূর্যের তাড়া খেয়ে
রৌদ্রের ঘামপথে পেছন পুকুরে পিছলে
শয্যাসরণী বেতো বিকেলের সাথী ।
ভিড়ভাঙ্গা গুমোট তর্জনী ছেড়ে
সময়ের শরীর গুটিয়ে আবারও ভ্রুণ হয়ে যাচ্ছি !
শুরুর নক্ষত্র নীল চোখে
উদ্যমী জোনাকির পিঠে সওয়ার হয়ে
ফিরে আসবো একদিন সবুজ ছায়ায় ।