জোয়ার- ভাটার খেলার মাঝে
জীবন ভেলা ভাসে,
ক্ষণিক সুখের ঝলক শেষে
দুখের পশরা রাশে।
আশার কুঁড়ি মনের মাঝে
রঙিন স্বপ্ন ভরে,
সুখ পাখিটা আসে যদি
রাখবে বেঁধে ঘরে।
জীবন ভেলা সামাল সামাল
ঢেউ যে প্রবল বেগে,
শতেক বাঁধা বিপদ ঠেলে
জীবন ওঠে জেগে।
হায় রে কপাল,আশার মশাল
এই নিভে এই জ্বলে,
কান্না- হাসির দে- দোল- দোলায়
জীবন ভেলা চলে।
চলার পথে নামের রথে
মনটা যদি থাকে,
প্রভুর কৃপায় শান্তি তখন
স্নিগ্ধ পরশ মাখে।