সময়ের ভেলায় বহমান অনির্দিষ্ট জীবনচক্র,
সহজ সে নয় উঁচু-নিঁচু,অসমান্তরাল, বক্র l
এ জীবন সমুদ্রের ন্যায় সর্বদা উত্থাল -পাতাল,
ঠিক যেন নাগরদোলা,দোদুল্যমান,মাতাল l
ভন্ভন্ ঘুরছে জীবনচক্র, প্রতিনিয়ত উড়ন্ত,
নতুন স্বাদের আহ্লাদে আটখানা সর্বদা প্রাণবন্ত l
উত্থান পতন নাগরদোলায় বহমান অজস্র লোক,
আকাশময় তারার মেলা ভুলে প্রভাতের শোক l
ক্ষুদ্র সুখ,এক টুকরো হাসি জীবনের এই প্রাপ্তি,
চাওয়া-পাওয়ার মাঝে বেঁচে থাকার অপার তৃপ্তি l
বিষাদ পৃথিবী ক্ষত সারিয়ে পূর্ণ কোরো অপূর্ণতা,
জীবনের অসীম সাগরে অনিশ্চিত অন্ধকার সম্পূর্ণটা l
মানুষ হতে আমরা পরিণত হই প্রতিনিয়ত উচ্ছিষ্টে,
অহংকারের আঘাতে ভস্মীভূত জীবন বহু কষ্টে l
জীবনচক্রের অবায়িত সুখে থাকে না কোনো অস্বচ্ছতা,
নবীন হতে প্রবীণে রচিত জীবন ধারার সীমাবদ্ধতা l
নাগরদোলার ন্যায় চক্রাকারে ঘুরছে জীবন ধারা,
ক্লান্ত শরীর মাঝ রাতে জেগে গোনে অসংখ্য তারা l