তিলে তিলে গড়ে ওঠা অভাবের সংসারে
ক্লান্ত হইনি ;কখনো স্বভাবের পরিবর্তন করে
উপরে উঠার সিঁড়িতে পা রাখিনি-
পিচলে পড়ার ভয়ে।
তোমাকে নিয়ে ভাবনা করিনি-ভাগ্যে যা আছে
মনে করে,
বিধাতার দেয়া ফুল সাজিয়ে রেখেছি মনের
ভেতর অচেনা গভীরের দানীতে।
নিরাশার বাধ ভেঙে ছুটে যাওনি আজো।
তবে কেনো ভাবো?
অভাবের সন্দেহে সময়ের সিঁড়ির বিভাজনে
পঁঙ্কিলতা মনে বিবেকের কাছে অদ্ভুদ প্রশ্ন রেখে
তবে কেনো এতো আস্ফালন!
আমিতো প্রহর গুনছি তাঁরই ডাকের অপেক্ষায়
তোমাকে নিয়ে।