দেখতে দেখতে এসে পৌঁছেছি, জীবনের শেষ সন্ধ্যায় ।
চোখের সামনে পুরনো হিসেবগুলো এক এক করে, মিলে যাচ্ছে প্রায় ।
কিন্তু কিছু প্রশ্ন এতটাই জটিল ,
আজও আমার কাছে সবটাই গরমিল ।
আগেও মেলেনি, উত্তর মিলছে না এখনও ।
আদৌ মিলবে তো !
এত বিশ্লেষণ ।
উত্তর না মেলার প্রশ্ন চিরন্তন ।
জীবন সায়াহ্নে এসেও প্রকাশিত হবে না সে কি ?
বাস্তবের ভ্রুক্ষেপ না করেই এখনও স্বপ্ন দেখি ।
শূন্য দিয়ে শুরু আর শূন্যতেই শেষ ।
বাকি যা কিছু, আজ নেই তার রেশ ।
এক এক করে বিদায়ের পালা ।
মায়া যন্ত্রণা পরিয়েছে, বিচ্ছেদ মালা ।