জীবন হল রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা,
নীল আকাশে শ্বেতশুভ্র পেঁজা
তুলোর মেলা,
তারুণ্যের হরিৎক্ষেত্রে নিষ্পাপ
প্রেমের জোয়ার-ভাঁটা
র্মধ্যমকালে সংসারের জোয়ালে চোখবাঁধা অবস্থায় হাঁটা
জীবন নদীতে ভাটিয়ালি সুরে
উজান বাওয়া,
ভবিষ্যতের মোহে সন্তানের
জীবনের উন্নতি চাওয়া,
মানব জমিনে ফসলের আশায় বুক বাঁধা,
মুল গল্পের থেকে উপসংহারের পথের গোলকধাঁধা,
জীবন সায়াহ্নে অশক্ত কায়ার
প্রাপ্য অপমান অবহেলা,
ঈশানকোনে হঠাৎ শুরু নীলাকাশে বুনো মেঘের মেলা,
অশান্তির ঝড়ে এলোমেলো অন্তিম জীবন নৌকার পাল,
অন্ধকার যতই আসুক বুদ্ধিকরে দাও দাবার চাল।