সব শিশুদের জন্ম থেকেই
লড়াই হাত-পা ছুঁড়ে,
যুদ্ধ করেই লক্ষ্মী যে লাভ ,
ওঠেন পাতাল ফুঁড়ে।
লড়াই চলে স্কুল-কলেজে,
বড় হওয়া নয় সোজা,
ক্ষুদে সৈনিক ছুটছে যেন,
পিঠে বইয়ের বোঝা।
খেলা -ধুলো নাচা-গানা,
সব কিছুতেই লড়াই,
লড়াই বিনে জেতে না কেউ,
জেন যুদ্ধ ছাড়াই।
জীবন তো নয় গোলাপ শয্যা,
কঠিনতম খেলা,
সারাজীবন লড়াই করে
কাটে জীবন- বেলা।
জীবন মানে মস্ত-সংগ্রাম,
যাকে বলে যুদ্ধ,
সারা জীবন সাধনা করে,
কেউবা বনে বুদ্ধ।