জীবন তরীর বৈঠা খানি
সামলে চালাও ভাই,
বেসামালে মাঝ দরিয়ায়
ডুবতে নাহয় তাই।
সোনার তরী চলছে ভরি
নিয়ে দুঃখ সুখ,
শক্ত হাতে হালটি ধরলে
সুখে ভরবে বুক।
জীবন সাগর দিতে পাড়ি
আসলে তুফান খুব,
দয়াময়ে স্মরণ করে
নামে তে দাও ডুব।
জীবন তরী ভাসাও যদি
হৃদে রাখলে সাঁই,
সঠিক দিশায় চলবে তরী
ভাবনা কিছুই নাই।
মন মাঝি গো আসলে ঝড়টা
ছিঁড়বে তোমার পাল,
শক্ত করে ধরে রেখো
জীবন তরীর হাল।
মিছে মায়া লোভের পাঁকে
জীবন করে ক্ষয়,
প্রভুর নামে বৈঠাটি বাও
সকল কাজে জয়।