বুকে মরুজ্বালা তৃষ্ণা অপার
ধরনী মাতার চোখে অশ্রুধার
মাঠ-ঘাট সব ফেটে চৌচির
মানুষ-পশু-পাখি হল অস্থির
কৃষাণের চোখে বিষাদসিন্ধু
কোথা প্রভু! দীনের বন্ধু?
গাছপালা কেটে গড়ছে নগর
বিষাক্ত বায়ুতে,দূষণ প্রখর
ফলে অনাহুত অনাবৃষ্টি
শুষ্ক ধরিত্রীতে ব্যহত সৃষ্টি
উষ্ণায়নের প্রভাব নদী ,সাগরে
গভীরতা হারাচ্ছে তাই ধীরে ধীরে
অশনিসংকেতে কাঁপে ধরাধাম
সময় থাকতে হতে হবে সাবধান
সুজলা -সুফলা পুনঃ হবে ধরণী
বাদল ধারাতে সিক্ত হলে অবনী
অজ্ঞান মানুষ যে বুঝবে কখন
জীবনের জন্য দরকার জীবন
মানবতা-একতায় জোট বেঁধে স’ব
জল-সঙ্কট-মোচনে হও এবারে সরব