সু্বর্ণরেখায় জল থৈ থৈ তারপর জল উধাও!
আধভেজা জমিতে কিছু আধমড়া মাছ―
অনেকটা আমার মতন ওদের জীবন,
কৌতূহলী মানুষের ভেজা মাটিতে পদচিহ্ন
জোয়ার ভাটায় এরকম লীলা চলে
যেখানে নৌকা করে পারাপার করছিল সেখানে এখন আর জল নেই।
ভরা নদীর মতো আমার ও জীবন ছিল
চারপাশ এখন বড্ড চুপচাপ,একাকীত্ব
সব থেকেও আছে শুধু নিঃসঙ্গতা―
জীবনে কিছু বলার ও কিছু করার ইচ্ছে ছিল
দিশাহারা দিকভ্রান্ত বর্তমান জীবন
চোখে রোদ চশমা লাগিয়ে ভাবছ খুব নিশ্চিন্ত
বর্তমান জীবন কাটাই সিরিয়াল দেখে
যা সমাজকে নাকি ঘূণ ধরাচ্ছে
তবুও দেখি ,ভালো ও লাগে
কেন জানিনা ওরাই এখন আমার আপনজন
সন্তানকে জীবনে একনম্বর কম পেতে দিই নি
এগিয়ে যা বলে ক্রমাগত বাঁশি বাজিয়ে গেছি,
সেই সন্তান এখন বহুদূর এগিয়ে গেছে―
পিছন ফিরতে যে শেখাই নি আমি,
এটাও তো একপ্রকার সামাজিক ঘূণ–
আজ ঐ ঘূণে এতটা আক্রান্ত,বাঁশিতে ফুঁ দিতে পারি না―
তাই একাকীত্বময় ঘূণ ধরা আমার,তোমার,সকলের বর্তমান জীবন।।