ইন্ডিয়া নয় জিল্যান্ডিয়া আজব মহাদেশ
ডুবোজাহাজ নয়কো মোটে জলের তলার দেশ।
জিল্যান্ডিয়া নাম দিয়েছে বিজ্ঞানীরা মিলে
সাগর জলে ডুব মারে সে এক গলা জল গিলে।
পঞ্চান্ন কোটি বছর হিসেব না জানি কদ্দূর
প্রশান্ত এই নামটা জানি মস্ত সমুদ্দুর।
গোটা একটা মহাদেশ ডুবলো তারই তলায়
মহাপ্লাবন বলে লোকে কোটি বছরেই হয়।
পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার মহাদেশ
তিন হাজার আটশো ফুটের তলায় আছে বেশ।
মাত্র ছ’ফুট জেগে আছে জলের উপরে
নিউজিল্যান্ড বল’স পিরামিড থেকে হাওয়াই পুঞ্জ দ্বীপের ভিতরে।
সুপার কন্টিনেন্ট থেকে তৈরী জিল্যান্ডিয়া
গন্ডোয়ানা ল্যান্ড ছিলো কাছে আন্টার্টিকা।
তেরো কোটি বছর আগে বিচ্ছিন্ন সে হয়
আট কোটি বছর আগে জলে তলিয়ে যায়।
জিল্যান্ডিয়া মহাদেশ চিহ্নিত তো হলো
মনের মধ্যে প্রশ্ন জাগে কটি মহাদেশ বলো।
এখন মহাদেশের সংখ্যা সাত নয়কো আট
জলে ডুবে জিল্যান্ডিয়া করলো বাজিমাত।
এশিয়া আফ্রিকা ইউরোপ দুই আমেরিকায় পাঁচ হলো
অষ্ট্রেলিয়া আন্টার্টিকা মিলে তবে সাত মহাদেশ হলো।
গন্ডোয়ানার জিল্যান্ডিয়া সাত থেকে আট হলো
জলের তলায় মহাদেশ জেনে সবাই অবাক হলো।।