জিনিয়া ডাকলে ভেন্টিলেশনে থাকা রোগী
হেঁটে হেঁটে এসে সকলকে ফুল দিতে পারে
জিনিয়া চাইলে পাহাড় চূড়ায় সূর্য ডুবতে পারে
জিনিয়া চাইলে চাঁদ এসে গুটি গুটি পায়ে
জিনিয়া র বাসন মাজতে পারে
জিনিয়া চাইলে যেকোনো দিন দেশ বনধ
হতে পারে
জিনিয়া চাইলে যেকোনো দিন
বর্ষা আসতে পারে
জিনিয়া চাইলে পাহাড়ি পথে ছোট্ট শিশু
মুক্তিযুদ্ধের গান শোনাতে পারে
জিনিয়া তাকালে সব গাছে ফুল
একসাথে ফুটে ওঠে
জিনিয়া হাসলে একসাথে সব
সেতারের তার বেজে ওঠে
মধ্য রাতেও আমার জন্যে জিনিয়া
শিশিরে ভিজে ও ফুল হয়ে ফোটে
মধ্য রাতে ও আমার জন্য ভৈরবী সুর সাধে।