আকাল লেগেছে ফুলের বাজারে,
কোনো কুঁড়ি আর ফুল হয়ে ফোটেনা।
মৌমাছি, প্রজাপতি ফিরে গ্যাছে সজল চোখে,
কোনো ক্ষেতেই পরাগ মিলন ঘটে না।
শত শত চাতকের দল ডুকরে কাঁদছে আকাশের বুকে,
“আল্লা ম্যাঘ দে, পানি দে” বুকের ছাতি ফাইটা যায়।
বরফকুন্ড গলে যায় পাহাড় চূড়ায়,
পৃথিবীর কত দেশ এখন ভেসে যায় বন্যায়।
নীরব হয়েছে জিনিয়া
কোনো কাব্যে এখন সে থাকে না
কথাও হয়েছে বন্ধ।
শুধু কেঁদে কেঁদে লেখে
আমিও বিক্রি হবো সেখানে
যেখানে মূল্য হবে ভালোবাসা,
শর্ত হবে বিশ্বাস, বিনিময় হবে হৃদয়।
সব ফিরে পাবে জিনিয়া
তোমার সজ্জিত দ্বীপে,
একবার এসো ফিরে
এই স্তব্ধ বন্দরে বন্দরে।
তোমার বিহনে পৃথিবী ভুলেছে বৃষ্টি
তোমার বিহনে তাই উর্বি জুড়ে আজ এত অনাসৃষ্টি।
একবার এসো ফিরে
তোমার কাব্য-কথাকে নিয়ে
শুধু হৃদয়ের ভালোবাসা নিয়ে।
আবার বাগানে ফুটবে ফুল,
পরাগ মিলনে গেয়ে যাবে পাখিদের দল।
একবার এসো ফিরে,
জিনিয়া_
সব অসুন্দরই সুন্দর হয়ে ফুটে উঠবে
যেমন ফুটেছিল কমলিকার জীবনে।
কুৎসিত অরুণেশ্বর সুন্দর শ্রেষ্ঠ পুরুষ হয়ে।