বিপদসংকুল পথ, সামনে চড়াই উৎরাই
একটু অসাবধানতায় গভীর খাদ
দৃঢ় চিত্তে এগিয়ে যেতে হবে।
কিছুতেই হেরে যাব না।
জিততে আমাকে হবেই।
যতটা পথ হেঁটেছি, কাঁটার যন্ত্রণা সহ্য করে
রক্তাক্ত পায়ে এগিয়ে এসেছি!
এখনো মসৃণ হয়নি পথ
যেন আমার জন্য বিছিয়ে রাখা হয়েছে সারা পথ জুড়ে অজস্র কাঁটা, ছোট ছোট নুড়ি, আর ভয়ঙ্কর কিছু কীটপতঙ্গ।
ওরা আমাকে কিছুতেই এগোতে দেবে না
তবুও আমি থেমে থাকিনি একমুহুর্ত।
জিততে আমাকে হবেই