নাই বা তোমায় কাছে পেলাম,
নাই পারি আঙুলে আঙুল ছুঁয়ে দিতে।
রামধনু রঙে স্বপ্ন আঁকি
জিয়নকাঠির ছোঁয়া পেতে!
আগুনরাঙা পলাশের মতো,
আজও বুকের ভিতর বসন্ত আসে
শব্দদের আনাগোনায় তোলপাড় হয় চুপকথাদের ভীড়ে।
তবুও তোমার আমার না বলা
কথারা হৃদয়ের সুরে একতারাতেই বাজে
নাই বা তোমায় কাছে পেলাম,
নাই পারি আঙুলে আঙুল ছুঁয়ে দিতে।
রামধনু রঙে স্বপ্ন আঁকি
জিয়নকাঠির ছোঁয়া পেতে!
আগুনরাঙা পলাশের মতো,
আজও বুকের ভিতর বসন্ত আসে
শব্দদের আনাগোনায় তোলপাড় হয় চুপকথাদের ভীড়ে।
তবুও তোমার আমার না বলা
কথারা হৃদয়ের সুরে একতারাতেই বাজে