দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি হাঁপিয়ে
ভাবছি শুধু আমি এখন কি করে নেতারা বেড়াচ্ছে দাপিয়ে ?
ওদিকে কাকাবাবুটা শুধু শুধুই মরছে ফুঁপিয়ে
জেল জরিমানা; নকুল দানা; সবাই চিৎপাত
চালাক ইঁদুর; ঘুঘু-সাধু; সবাই কুপোকাত
দেখছে এখন জনগণ বসে
সময় হলেই পুরোটাই নেবে সুদে আসলে হিসেব কষে
ওরে চাদু ,ওরে দাদু ………
অচিরেই হবে ফাঁস তোমার জালিয়াতির সকল জাদু
আরো যারা আছে আড়ালে দাঁড়িয়ে
তারাও দেখি হাসছে মৃদু মৃদু
ধীরে ধীরে সকলেই পড়বে জালে,সময়ের অপেক্ষাই শুধু।