চতুর্দিকে আঁধার নামে আষাঢ় ঘন ছায়
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে দাদুর ডেকে যায় ।
হাস্নুহানা মনোরম গন্ধ বাসে মন ধায়,
শতদলে ভরলো দীঘি জলের ধারা পায়।
গরম কমে স্বস্তি আনে বাঁচলো প্রাণ ভাই
বৃষ্টি সুখে নাচছে সবে গাইছে কত তাই।
শঙ্খ বাজে ঘর দুয়ারে প্রণাম করে সাঁই,
প্রসাদ পেয়ে বুড়ো বাচ্চা ভালো বলা চাই।
ছেলের দলে ভেজে জলে খেলবে খেলা সাথ
গোল দেবে বলটি ঠেলে করবে খেলা মাত।
মায়ের ডাকে ফিরবে ঘরে শাস্তি পাবে ঘাত,
অসুখ ধরে ভিজলে পরে ভোগে সারা রাত।