জলের শব্দে ঘুম ভাঙে রোজ,
অভ্যাসের দাসে সময়ও গতে বাঁধা;
পালা করে জেগে থাকে মহল্লা,
ঘুমহীন রাতে জলের ঝাপটা দেখে দীর্ঘ মিছিল,
ছায়া আবছায়া ছুঁয়ে প্রতীক্ষার অন্তহীন সারি।
বিশুদ্ধতার মোড়কে দেবতাকে উৎসর্গ করি এক আঁজলা জল,
গনগনে রোদ্দুর শুষে নেয় খানিকটা,
দূরের জটলা থেকে ভেসে এলো হিমশব্দ;
জলস্তর নেমে যাচ্ছে ক্রমে-
আর হয়তো জলের শব্দে ঘুম ভাঙ্গবে না,
এক আঁজলা জল দেবতাকে উৎসর্গ করা হবেনা;
যদি শুষে নেয় গাছপালা গনগনে রোদ্দুর?
বৃষ্টি ভিজিয়ে দেয় মৃত্তিকার গভীর তেষ্টা?
তবে কি ভেসে আসবে প্রত্যয়ী বাণী!
জলস্তর বেড়ে যাচ্ছে ক্রমে…….