যখন যেমন বাক্যে মানিয়ে নেওয়ার জলজন্ম
নিয়ে বেশি কাল কাটাতে পারি না ।
পতন পচনের খোলস কলহে আমার উগ্রচন্ডা
বাস্পমুঠি , মশালের আগুন হয়ে জ্বলে ওঠে ।
অনড়ে অভ্যস্ত পাথর একটুও নড়াতে না পারার
জগন্নাথ আফশোষে , আমি বরফ বিষাদ বুকে
শুনশান শ্মশানের শীতঘুম শান্তি খুঁজে যাই ।
অস্থির মনের ত্রিস্তর দৃশ্য স্বাদ পেতে পেতে
আমার মৌলিক ‘ আমি’র ধার
অভূতপূর্ব এক জটিল যৌগিকের প্রায় শেষ ধাপে।
আমি একবার সমূহ সাধারণের সরল সংলাপে
তরললতার লয়ে মধ্যবর্তী মাচানের
অনাঘ্রাতা পুঁইশিশু হতে চাই ।