সন্তর্পনে নেমে আসে বুনো রোদ্দুর,
ঠাট বাট মেজাজে জ্বালাময়ী স্ফুলিঙ্গ,
আগুন পেঁচিয়ে ধরে নিঃশ্বাস হীন দমকে,
জ্বলছে প্রকৃতির মায়া শরীর,
জ্বলে যাচ্ছে হৃদয় অবিশ্বাসের তীব্রতায়,
কেউ রাখেনি ঝলসানো মনের দগদগে পোড়ার খবর।
বেহুঁশ জ্বরে পুড়ছে সবাই,
মায়াবী দুপুরে দগ্ধ তেজের হাতছানি,
এলোমেলো আদরে বৃষ্টি ফোঁটার দেদার আঁকিবুঁকি,
উষ্ণতার তারল্যে নেমে আসে জলজ অনুভূতি।
নেমে আসুক এক আকাশ চেরাপুঞ্জির আদ্রতা
নমনীয়তার ভেজা সুখ ছুঁয়ে যাবে জমাট বাঁধা অভিমান,
ইচ্ছেরা ভিজে চলে শর্তহীন সংলাপে।