প্রেমের জগতে কেউ হাবুডুবু খায়-
কেউ তরী নিয়ে তরতর করে বায়-
কেউ কূলে থেকে জুলজুল করে চায়-
কেউ ভেঙে পড়ে অতলে তলিয়ে যায়।
আষাঢ় শ্রাবণ দুমাস ই বিপদ আনে-
বৃষ্টি পড়লে মন উদাসীন হয়-
রিমঝিম ধারা কতো কাকে কাছে টানে-
জীবন পথিক সঙ্গিনী খুঁজে পায়।
বাদল দিনের অবুঝ বেলার গান-
কতো যে কঠিন মনকে টলিয়ে দেয়-
সারা জীবনের ভীষ্ম ব্রত যে করে-
বর্ষার দিনে তারও মন আনচান।
প্রেম জানে নাকো ধর্ম ও জাত ভয়-
উঁচু নীচু ছোট বড়োরাও প্রেম করে –
পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব মন ভাবায়-
কতো কেউ দেখি গাছেতেও ঝুলে পড়ে!!
বিস্ময় জাগে লাগে মনে বড়ো ভয়-
সত্যি এ প্রেম টিকবে না ভেঙে যাবে-
মিয়া বিবি রাজি করবে কি কাজী মশায়-
প্রেমের দেবী যে অলক্ষ্যে বসে হাসে।
বিশ্বাসটাই বড়ো হয়ে দেখা দেয়-
অবিশ্বাসীরা খুন খারাপিও করে-
সত্যিকারের প্রেম যদি মনে থাকে-
সে প্রেমের জয় জগতে সুনিশ্চয়।।