বাবার আক্ষেপ, কাঁটাতারের বেড়া, দেশ ভাগ,
ছয়মহল জমিদার রায় বাড়ির দুর্দশা,
ফেলে চলে আসা, চোখের জল মোছে ধুতির খুটে,
ওরে শোন ; আমার কথা, ফরিদপুরের জমিদার বংশ আমরা,
রাখো তো দেখি তোমার প্যাচাল, কেউ যাবো না।
তপ্ত নিঃশ্বাস,চোখের জল সম্বল ,কেউ শোনে না ইতিহাস।
চলে গেল একটা অধ্যায় বাবার সাথে,
বাগানবাড়ি ছয়মহলার গল্পকথা,
আবেগ অনুভূতি, বাংলাদেশ আমাগো দেশ,
ফরিদপুর রায় বাড়ি, জমিদার বাড়ির উপাখ্যান।
হেমাঙ্গ রায় দূর্গা মোহন রায় চন্দ্রমোহন রায়
পূর্বপুরুষর সাথে সব চলে গেল।
এপারে থেকে, ওপারের জন্য একাত্মবোধ, টান,
ভাষার গরব , ধানের গরব, পল্লীবাংলার গরব,
কিছু গল্প, ছয়খান পুকুর, ভূতেরা ছিল দাস, ইলিশের স্বাদ,
চিতার আগুনের সাথে ধুয়ে মুছে সব শেষ।
কাঁটাতারের বেড়া দাঁড়িয়ে আছে নিশ্চুপ।
আর কেউ বলবেনা আমাগো সে এক দেশ ছিল
সোনায় মোড়া বাংলাদেশ, জমিদারের রায় বাড়ি…