সাজিয়ে ডালি রঙ ফাগুনে
বসন্ত আজ এসেছে দ্বারে,
লালে লালে আগুন লালে
ফাগের ছোঁয়া চারি ধারে।
অশোক পলাশ মাদার কিংশুক
রঙ বিলাসে জমায় আসর,
মধুপ যত আসে দলে
ফুলের সাথে সাজায় বাসর।
সাজিয়ে ডালি রঙ ফাগুনে
বসন্ত আজ এসেছে দ্বারে,
লালে লালে আগুন লালে
ফাগের ছোঁয়া চারি ধারে।
অশোক পলাশ মাদার কিংশুক
রঙ বিলাসে জমায় আসর,
মধুপ যত আসে দলে
ফুলের সাথে সাজায় বাসর।