আমার প্রেমের শোণিতধারায়
বারতা পাঠাই তারায় তারায়
দেশবাসীরা ঘুমায় যেন নিভৃত গৃহকোণে।
আমার বাতাস বারুদে ঠাসা
মেঘের ধোঁয়ায় শুধু যাওয়া আসা
বিনিদ্র রাত প্রহরায় আছি সতর্কতার সনে।
সীমান্তের এই বরফ গিরি
উতরে যাব জয়ের সিঁড়ি
মঙ্গলদীপ ছুঁয়ে যায় রোজ সান্ধ্য সমীরণ।
প্রীতির সুতোয় সহস্র গিঁট
আঘাত তবু ঋজু কাঁধ পিঠ
উড়বে দেখো তেরঙ্গা ঐ মেখে সোনার কিরণ।
এই গর্বের উর্দি জুড়ে
রত্ন চুনি উঠলে ফুঁড়ে
ধুলোর মাঝে শহীদ হবো তোমার করতলে।
ক্লান্তিবিহীন আমার ছবি
কাব্য খাতায় আঁকলে কবি
বীরবিক্রম ছড়িয়ে দেবো তরুণ ছাত্রদলে।
জন্মভূমির মাটির কণায়
আবার যদি আঁধার ঘনায়
জেনো আমি আসবো ফিরে প্রিয় নদীর তীরে।
এই কাননের শীতল ছায়ায়
নতুন বাসা বাঁধবো মায়ায়
আপন করে আঁকড়ে রেখো তোমার স্নেহনীড়ে।