অন্ধকার কে জ্বালিয়ে রাখতে
সন্ধা প্রদীপ কে আলো দেখায়
লন্ঠন ডিবরি বাতি
প্রেম সম্পর্কের প্রচ্ছন্ন পথ
মা পড়তেন লাউমাচা রবি ঠাকুর
শেকড়ে স্তন দিতেন
ভাদ্রমাস
আকাশের বুক থেকেগড়ায় ঘোর ন্যংটা রাত
চাঁদের ঠোঁটে বিষন্ন বাঁশি
কঠিন অন্ধকারের কন্ঠে চিতার গান
কাঠ কয়লার উল্লাস
শশ্মানের মহল্লায় উন্মাদ কান্না রা
দুখি শেয়ালেরা খায় নিঃশব্দ তা
আলো নিভে গেলেই
তোমার জন্মদিন
কেক মোমবাতি চাকু রহস্যে
সান্ত্বনা দেয়
মৃত্যুর ই জন্মদিন
আকাশ কোলে প্রতিধ্বনি হয়
ভালোবাসা ক্ষমা করো
আসতে পারি নি জন্মদিনে