দশমাস দশদিন জঠর ধারণ করেন সকল মাতা,
প্রসব ব্যথা করেন সহ্য তাঁরা সন্তান দাতা।
জগত সেরা মা যে আমার স্নেহের ছত্র ছায়া,
ভূমিষ্ঠ পর ক্রোড়ে নিয়ে দেন যে সুধা মায়া।
সোহাগ ভরে লালন করে বড় করেন সন্তান,
মা ছাড়া কি সন্তান সুখে কেউ দেয় ঢেলে প্রাণ?
মায়ের মতন জগতে কে ত্যাগকে স্বীকার করে?
রোগে জ্বরে কষ্ট পেলে রাখেন বুকে ধরে?
স্বর্গাদপী গরিয়সী মা মোর হৃদয় মাঝে,
আদর দিয়ে যত্ন করে রাখেন সকাল সাঁঝে।
শিক্ষা গুরু দীক্ষাগুরু সবই আমার তিনি,
সাত্বিক জ্ঞানের আধার মাতা মোর জ্ঞান প্রদায়িনী।
দুঃখ কষ্ট মা’কে বলে শান্তি পাই যে মনে,
মা যে আমার বন্ধু হয়ে থাকতো সর্ব ক্ষণে।
হাত বুলিয়ে স্নেহ ভরে সাত্বনা দেয় কত,
দুঃখ তখন ভুলে গিয়ে সুখে থাকতাম রত।
সকল সময় আগলে রাখতেন স্নেহ আঁচল তলে,
বিপদের তাই লাগতো না আঁচ মায়ের শক্তি বলে।
ভালো ভালো খাবার যত তুলে দিতেন মুখে,
নিজের জন্য না থাকলেও দিতেন সবটা সুখে।
মায়েরা যে এমনই হয় সন্তান সুখে সুখী,
সন্তানের খুশিতে খুশি, সন্তান দুখে দুখি।
আজ জননী নেইযে কাছে, গেছেন পর পারে,
স্মৃতির পাতা কান্না ভেজা, প্রণাম জানাই তাঁরে।