লেখাপড়া শিখে ছেলেটা আমার ,
হয়েছে বড়ো ইঞ্জিনিয়ার ।
দশ বছর হয়ে গেল, দেখা মেলেনি তার ।
সেই যে বিদেশে দিলো পাড়ি ,
ফিরলো না আর বাড়ী ।
মেমসাহেবকে বিয়ে করে ,
সংসার পেতেছে ওখানেই ।
বলি খোকা ওরে ,
তুই যে গেলি সেই ,
ভুলেও কি একবারটি আসতে নেই ।
জানিস তো বড্ড মন কেমন করে ।
তোর মা তো সারাদিন কাটিয়ে দেয়, ঠাকুর ঘরে ।
কিন্তু আমার যে সময় কাটাতেই চায় না ।
শুনেছিস খোকা, বলি একবারটি আয় না ।
দেখে যা, দুজনে কেমন আছি ।
আমরা যে সীমান্তে দাঁড়িয়ে, মৃত্যুর কাছাকাছি ।