উদাসীনতার করুণ সুর বাজে
বিষন্ন অন্তরীক্ষের ছায়ায়,
রক্তভেজা বুকে বদ্ধ ভালোবাসা
থমকে না যায় পথের কিনারায় ।।
সযত্নে রাখবে যাকে
নিজের আপন করে,
জীবনের বাঁকে হাত ছেড়ো না
নিভৃত মরীচিকার প্রান্তরে । ।
উদাসীনতার করুণ সুর বাজে
বিষন্ন অন্তরীক্ষের ছায়ায়,
রক্তভেজা বুকে বদ্ধ ভালোবাসা
থমকে না যায় পথের কিনারায় ।।
সযত্নে রাখবে যাকে
নিজের আপন করে,
জীবনের বাঁকে হাত ছেড়ো না
নিভৃত মরীচিকার প্রান্তরে । ।