ছুঁয়ে ছুঁয়ে শীতল বাতাস
ছড়ায় মুগ্ধতা প্রাণে,
ছায়া ছায়া মায়া মায়া
আবেশ জাগানো ঘ্রাণে।
ছুঁতে চেয়েছি কুসুম মালিকা
ছন্দে সাজাতে তারে,
ছিঁড়ে গেছে সূতোর টানে
অভিমানে বারে বারে।
ছন্দিত লয়ে খুশির জয়ে
ছলাৎ ছলাৎ সুরে,
বেঁধেছি তানে ছন্দ গমকে
হৃদয় ইমণে জুড়ে।