হৃদয় বীণার একটি তার
ছিঁড়ে গেছে ব্যথার টানে ,
তার অভাবে বাজছে বীণা
কেমন যেন বেসুরো তানে !
বেসুরো সেই গানের সুর
আঘাত হানে বুকের মাঝে…
অশ্রুধারার মূর্চ্ছনাতে
হাহাকারের করুণ সাজে !
সুখের বুকে হঠাৎ যেন
দুখের বোঝা চাপলো এসে ,
দুই হাতেতে জড়িয়ে গলা
দুখটি জড়ায় ভালোবেসে ।
হৃদয়ের এই কুঠুরিতে
ভালোবাসার প্রদীপ জ্বালি…
অবিশ্বাসের দমকা হাওয়ায়
পড়ল এসে গুড়ে বালি !
মনের সবুজ শাখায় বসে
অবুজ পাখি কাঁদে হায় ,
শীতের বেলার নগ্ন ছায়ায়
ফাগুন এসে ফিরে যায় !
শ্রাবণ নিশির চক্ষু ধারায়
সুখ স্বপ্ন ভেসে যায়…
ভুলবো ভেবেও ভুলতে নারি
ভালোবাসা সবই সয় !