আলোকের শিখাতলে রচি ছায়াবাজি
স্নেহের তরলে শুধু পুড়ে চলে বুক
সলতের জ্বলনেতে তবু কত সুখ!
আঁধারের আলোয়ানে তবু বৃথা সাজি!
নীতি মেনে আবহাওয়া বয়ে চলে ঠিক
স্তিমিত প্রদীপশিখা অবিরাম কাঁপে
জনমের ঋণভারে পাওয়া অভিশাপে
মরা ঝড় হয়ে ভুলি জীবনের দিক!
ছায়াভরা আঁচলেতে ঢেকে চেনা ক্ষণ
শব্দের কুঠারেতে চেয়ে নিই ক্ষত
অন্তবিহীন পথে বয়ে চলে যত
অঝোর শোণিতধারা ভেঙে যুগ-সন!
ছায়াবাজি আঁকে কত হৃদয়ের গাঁথা
ভাস্কর্যের মত শত অক্ষয় স্মৃতি
হাতিগুম্ফার মাঝে খুঁজে চলি প্রীতি
হিজিবিজি লেখনীতে ভরে যায় খাতা!