মনের গহীনে জমা ফেরারী স্মৃতিগুলো
কিছু জমাটবাঁধা কুয়াশা আস্টেপিস্টে
জড়িয়ে রেখেছে দুই হাত দিয়ে,
এইবার বুঝি বৃষ্টি হয়ে ঝরবে অঝোরে
অবুঝ মনের স্বপ্নীল ক্যানভাসে।
মনে পড়ে যায় পুরনো সেই দিনের সোনালি কিছু স্মৃতি,
হাসি-কান্না-ব্যথা জড়ানো সেই স্বপ্ন রঙিন দিন,
ভালোবাসার আবেগ মাখা কিছু প্রিয় মুহূর্ত,
কিছু অপূর্ণতা, কিছু না পাওয়া অভিমান
উঁকি দেয় সেই অতীতের স্মৃতিপটে।
চোখে নামে বাদলের ধারা
নির্দ্বিধায় দুই হাত দিয়ে মুছে ফেলি সেই জলরাশি ,
শুধু মোছা যায়না সেই অতীতের স্মৃতিগুলো
বেদনার সাগরে যাই ডুবে,
স্বপ্নের ভিড়ে স্বপ্নদের রেখে
এগিয়ে চলি বাস্তবতার অভিমুখে,
স্মৃতিভরা সমৃদ্ধ অতীত জমা থেকে যায়
বর্তমান জীবনের আলোয়,
অবসরের ছায়াসঙ্গী রূপে।