মৃত্যু মুচকি হাসে, জীবন বলে অনেক হলো এবার যাই ।
ভালোবাসা মাখামাখি এই জগত সংসারে তোমাকে কি প্রয়োজন আছে?
ভাবো কবি, এবার ছাড়তে হবে হৃদকমল ,ছাড়তে হবে চির ঠাই ।
কেবা স্বজন , কেবা ভাই …
কেউ নাই, কেউ নাই ।
চোখের জলের আশা করো নাকো
শুকনো কথায় জীবন চলে না ।
তবু শুনতে হয় ,বেঁচে থাকার লড়াই চালাতে হয়
ক্লান্ত মুখে বলতে হয় ভালো আছি ।
তারপরে নড়বড়ে শরীরটা নিয়ে পথ চলার চেষ্টা,
কত ক্রিয়া আর কত প্রতিক্রিয়া ।
কেউ নেই ,কেউ থাকেনা পাশে চিরকাল ।
তবু অভিনয় করি সমাজের হাটে ।
যে থাকে পাশে সেও তো চলে যাবে একদিন ক্লান্ত গলায় করবে প্রত্যাখ্যান ।
ভালোবাসা মাখামাখি এ সংসারে আছে কি তোমার প্রয়োজন ?
না হলে চলো সেই পথে ,অনন্তে ।
ছাড়তে হবে হৃদকমল, ছাড়তে হবে চির ঠাঁই ।
কেউ নাই, কেউ নাই …