চাইছি বলে পিছলে যাচ্ছো তুমি
ভুললে ঈষৎ , ভুলবে ভরা ভূমি ।
চাওয়ার মানুষ আছে এ সংসারে
জানছো বলেই সুখের অহং বাড়ে ।
কমছে ক্রমে টানের আয়ু মান
শুনলে জানি থামিয়ে দেবে গান ।
তবুও কেন বিন্ধ্য বৃত্তে থাকো ?
মনের কথা বরোজ ছায়ায় ঢাকো !
আর কিছু নয় , মনের ভিতর মন
ভরিয়ে রেখো , পড়বো আজীবন ।
আগুন যখন পোড়াবে এই শব
ছাই উড়িয়ে মিলিয়ে নিও স্তব ।