চর্চিত আলেয়ার অন্ধকার পথে যুগপৎ বাসা বেঁধেছে চোরাবালি,
চোরাবালির ধাঁধায়,মরীচিকার পাঁকে হরেক কাঁটার জ্বালা,
ঠিক যেমনটা তোমার ভালোবাসা l
পথের আড়ালে সমান্তরাল বাঁকে লুক্কায়িত বিস্তৃত
ভালোবাসার ফাঁদ,
অগোচরেই বিশ্বাসঘাতকের জালে জর্জরিত হয়ে,
তলিয়ে যাওয়া বিষাদে মৃতপ্রায় আমার ভালোবাসা l
অস্থির হয়ে বাঁচার থেকে বোধহয় শান্ত থাকাই শ্রেয় l
বালুচরের মোহনায় অচল নোঙ্গর বেয়ে
প্রানবন্ত উল্লাসে মেতেছিলাম,
বুঝিনি সবটাই ষড়যন্ত্র !
চোরাবালির ফাঁদে ক্রমশ ডুবে যাচ্ছি
গভীরে আরো গভীরে l
চোরাবালি পূর্ণ মায়ার ফাঁদে স্বপ্ন বুনে
কাঙ্খিত ভালোবাসা খুঁজেছি বহুবার,
প্রত্যাশিত কষ্টের মণিকোঠায় নির্লিপ্ত প্রলোভন
বিষাক্ত হাত বাড়িয়ে অজান্তেই জ্বালায় বিভীষিকা l
শেষরাতে যখন নীরবতা নামে,
অশ্রুবিন্দু দ্বারা পূরণ করি শোকের সাগর l
আমি এখন এক নিঃস্ব পথিক,
চোরাবালির প্রান্তে ছন্নছাড়া হয়ে
অনাদরে পড়ে রইলাম ll