লুকিয়ে আছে চোখের নীচে
অনেকখানি চোখের জল
মনের নৃভিতে থাক না সে কথা
বন্ধু, হাল্কা হাঁসির গল্প বল
সকল ব্যাথা থাক না সে চাপা
রাগ অভিমান যায় কি তা মাপা
অশান্ত মন চায় যে শুধুই
ভালোবেসে রাখা আশ্রয়
তোর চোখে চোখ রাখলে যে হোক, নতুন সূর্যোদয়
তোর চোখই আমার সাজানো শান্তির আশ্রয়
নাই বা বুঝিস বয়েই গেলো,
আমার চোখেই সকাল হলো
আমার সকাল ভিজিয়ে যে দিল
শিশির হয়ে চোখের জল
বন্ধু, রাখবো সরিয়ে মনের ব্যাথা
হাল্কা হাঁসির গল্প বল
বিশাল পৃথিবী কতো কিছু তার
কতোই আচার কতো না বিচার
কতো শত সব মানুষ সেখানে,কতো শত সব চোখ
অন্ধকারটা সরিয়ে রেখে সবার চোখেই সকাল হোক
সকালকে রেখে মনের গহীনে
বিকেলটাকে ডাকবো চল
সন্ধ্যে নামলে বলবো
বন্ধু, হাল্কা হাঁসির গল্প বল