ফুরিয়ে আসে
ভোর,দিন সকালগুলো
রোদ ক্ষণজীবী
বেলা পশ্চিমের সূর্য
আসছে সিংসহ দাবাদহ
শরীর গাছপাতা
ঝরে টুপটাপ
চোখের ভেতর
কবরের উপর
ঘরেলু ঝড়ে উড়ে যায়
নিকট দূর
ছায়ার গলায় পালাকির্তন
ফুরিয়ে আসে
ভোর,দিন সকালগুলো
রোদ ক্ষণজীবী
বেলা পশ্চিমের সূর্য
আসছে সিংসহ দাবাদহ
শরীর গাছপাতা
ঝরে টুপটাপ
চোখের ভেতর
কবরের উপর
ঘরেলু ঝড়ে উড়ে যায়
নিকট দূর
ছায়ার গলায় পালাকির্তন