চেয়েছিলাম একটা সুন্দর পৃথিবী আঁকতে
নব যৌবনের রূপ দিয়ে আঁকছিলাম বেশ ।
হঠাৎ কেন যেন হারিয়ে ফেললাম
আমার তুলির মসৃণতা ,
উজ্জ্বল রঙগুলো হ্ঠাৎ ফ্যাকাসে হয়ে গেল,
হয়ে গেল অলক্ষ্যে সব উলোটপালোট।
তবুও আমি শেষ চেষ্টায় দাঁড় করালাম
আমার নব ছবিটি ।
আমার ছবির নব সৌন্দর্যের রূপ দেখে
আমি অবাক হয়ে গেলাম !
চেয়েছিলাম যেখানে সবুজ সোনালিতে ভরা
একটা যৌবনা পৃথিবী
কেন যেন হঠাৎ লাঞ্চিতা ,পরাধীন,বঞ্চিতের
ন্যায় শীর্ণ হয়ে উঠল ছবিটি ।
চেয়েছিলাম নব রূপবতীর সাজে বসুন্ধরাকে ,
আঁকা হয়ে গেল রক্তের আলপনায় রঞ্জিত
ক্ষতবিক্ষত ধরিত্রী ।
চেয়েছিলাম লোকগুলোর মুখে ফোটাতে হাসি ,
আচমকা তুলির আঘাতে আহত হয়ে
কেন যেন গুমরে কেঁদে উঠলো তৃষ্ণার্ত, ক্ষুধার্ত লোকগুলো
ওদের হাতের পতাকা গুলো আত্মমর্যাদার
রূপ হারিয়ে ফ্যাকাসে হয়ে গেল !
চেয়েছিলাম বনফুলে ভরা একটা সুন্দর শ্যামলী পৃথিবী,
আঁকা হয়ে গেল মরুভূমি,-ধূসর ফ্যাকাসে
কিছু নেই শুধু ধূ-ধূ বালি আর বালি।