শিমুল পলাশ আজো লাল বেনারসিতে সেজেছে
মনমোহিনী,
সারা জীবনের স্মৃতির হীরের কুচিগুলো ঝিলমিল করে তেমনি।
লালমাটি গ্রামের মায়াবী আঁচলে স্নিগ্ধতা আছে মাখা ,
জমে থাকা সুখ দুঃখের স্বরলিপি তো তোমার কাছেতেই রাখা।
চোখের গভীরে দেখেছি কত ভালোবাসা আঁকা তোমার,
কথা রেখেছো চিরদিন বন্ধু প্রেমের খাতিরে বারবার।
চেনা পথ ধরে তোমারি কাছে আজ হৃদয়ের অমোঘ টানে,
আবার এসেছি শুধু একবার জড়াতে তোমারে প্রাণে।
পরতে পরতে কতো সুধা মাখা অনির্বচনীয় অনুভবে,
ধরা দিলাম তাই প্রেম বাহুপাশে যতদিন রবো ভবে।