এসো এসো সব্বাই
মিলেমিশে বসে খাই
গরম ঘুগনি ভাই
মন করে চাই চাই।
শালপাতার গন্ধে
ভরবে মন আনন্দে
ছড়িয়ে তাতে পাপড়ি
পিঁয়াজ কুচি ভাজা ঝুড়ি।
স্বাদে ভরা এই ঘুগনি
কতদিন আমি খাইনি
মাঝে মাঝে যদি পাই
প্রাণ ভরে, আশা তাই।
আর বেশি সময় নাই
এবার পাত্রটি হবে ধোলাই
চেটে পুচে হয়েছে সাফ
পরবে এবার ঘুগনির ঝাঁপ।