নির্জন দুপুর ঘেঁষে রোদ পিঠে দাঁড়ালে মনে হয়
তোমার অপেক্ষায় আমার এই নিভৃত যাপন
এরকম নিভৃত নির্জনতায় হয় তো আর কেউ
এভাবে কারও জন্য অপেক্ষায় নেই আর
তবুও জীবন তো থেমে নেই,থেমে নেই সাগর নদীও
থেমে থাকেনা কিছুই,বাতাস বয়,নদীও বয়ে যায়
বাতাস কিম্বা নদী অবিরাম বয়ে গেলেও
ফিরে ফিরে আসে আর বয়ে যায় নিত্য নতুন স্রোত
জীবনেরও অন্তর্লীন শিহরন জুড়ে এখন
অনবরত তীব্র ঢেউ স্রোত
স্মৃতি ও স্বপ্ন ঘিরেও তুমুল ঝড়-বৃষ্টি
আর অসম্ভব নদী ভাঙন ক্রমাগত…
এভাবেই ছড়িয়ে পড়ছে চারপাশে
ছেঁড়া পাখি-পালক,ঝরা পাতা ও সুনসান হাওয়া
আর আমার এ চোখের দুঃখ নিয়ে ও চোখের সুখ
এত কিছু অন্তর্গত রেখেই আমার কাটে বেলা
কাটে রাত-বেরাতের অখন্ড সময়
যেখানে উন্মোচিত হয় আমার অন্তঃস্থ আকাশ
উন্মোচিত হই আমিও
মাটি থেকে ওঠে আসা খাড়া সিঁড়ি ভেঙে ভেঙে
নিজেকে অতিক্রম করে ফিরে আসি তখন
আমার নিজের ভেতর…
চারপাশ ঘিরে থাকে অসম্ভব রুদ্ধশ্বাস মুহূর্ত
ফুল ফোটার শব্দ ও শব্দময়তা
নতুন কবিতা ঘিরে ধুলো মাটির অক্ষর
ও মৌমাছির ওড়াউড়ি
আর যাপনের অসংখ্য স্মরণযোগ্য চুপ কথার আঁচড় ।