চিড়িয়াদের চড়ুইভাতি
চৌধুরীদের চাতালে,
চড়াই চাপায় চচ্চড়ি
চন্দনায় চাউল চালে।
চতুর চিলে চটপটিয়ে
চুনো চিংড়ির চপ চাটে,
চাঁপকলা চটকাচ্ছে
চকাচকী চঞ্চুপুটে।
চাতকিনী চিবিয়ে চাপাটি
চপচপিয়ে চাটনি চাখে,
চিন্তামণি চঞ্চলিত
চেয়ে চেয়ে চশমা চোখে।
চিড়িয়াদের চড়ুইভাতি
চৌধুরীদের চাতালে,
চড়াই চাপায় চচ্চড়ি
চন্দনায় চাউল চালে।
চতুর চিলে চটপটিয়ে
চুনো চিংড়ির চপ চাটে,
চাঁপকলা চটকাচ্ছে
চকাচকী চঞ্চুপুটে।
চাতকিনী চিবিয়ে চাপাটি
চপচপিয়ে চাটনি চাখে,
চিন্তামণি চঞ্চলিত
চেয়ে চেয়ে চশমা চোখে।