যাইনি ভুলে আজও কবিগুরুর সেই সহজপাঠ
যাইনি ভুলে চিলেকোঠার জানলার কাঠেরগরাদ
ঢোকে না চিলেকোঠায় ভোরের স্নিগ্ধ আলো
ঝুলে পড়া কড়িকাঠে ধরেছে ঘূণ জমেছে ধূলো।
ভোলা যায়নি চিলেকোঠার আড্ডামুখরিত সান্ধ্য
সঙ্গীদের নিয়ে বসা হাসি গান গল্প আর কাব্য
ডিঙালো না বর্তমান প্রজন্ম সেই চৌকাঠ
বসলো না নিতে সেখানে অনুশীলনের পাঠ।
হয় না চিলেকোঠা চাঁদের জ্যোৎস্নায় ভরাট
অন্ধকারে ভাঙা আসবাবে রয়েছে পরিপাট
চিলেকোঠার আড্ডা, মণিকোঠায় জমজমাট
আজ ধূলিধূসরিত চিলেকোঠার বন্ধ সেই কপাট।