মাথার ঘর্ম পায়ে ফেলে
চাষ করে যে চাষি,
আবু চাচা কর্মঠ লোক
থাকে উনি ঝাঁসি।
গাঁয়ের মাঠে ফসল ফলায়
উদয়াস্ত খাটে,
কাজের শেষে আরাম মেলে
সূর্যমামা পাটে।
ক্ষেতের মধ্যে জল কাদাতে
বিড়ি ফোঁকে মাঝে,
দম নেওয়াতে শান্তি মনে
লাগে দেখি কাজে।
তপ্ত রোদে ঝড় বৃষ্টিতে
চাচা করে কর্ম ,
মাঝেমধ্যে আলের ধারে
মোছে দেখি ঘর্ম।